চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১০:০৬ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ০৯:৫৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের সাড়ে চার ঘণ্টার অভিযান শেষ হয়েছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টা থেকে এই অভিযান শুরু হয়।

সকাল ৮টায় রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম এই অভিযানের সমাপ্ত ঘোষণা করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গুলশানের হলি আটিজান রেস্তোরায় জঙ্গি হামলার ২-৩ জন আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে র‌্যাব সদস্যরা ওই গ্রামের ১৫-২০ টি বাড়ি ঘিড়ে ফেলেন।

সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি র‌্যাব। তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩৫)। তিনি কানসাট ইউনিয়নের শিবনারায়পুর গ্রামের কফিলউদ্দীন ছেলে।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :