যুক্তরাষ্ট্র কৃষ্ণাঙ্গদের অধিকার লঙ্ঘন করছে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ০৯:৫৭

ইরানের সাংবাদিক মার্জিয়া হাশেমিকে গ্রেপ্তার করায় যু্ক্তরাষ্ট্রের সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন, যু্ক্তরাষ্ট্র এখনো কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

এক টুইটবার্তায় তিনি বলেন, গ্রান্ড জুরির সামনে সাক্ষ্য প্রদানের আগেই কোন কারণে মারজিয়া হাশেমিকে আটকের প্রয়োজন পড়ল তার ব্যাখ্যা মার্কিন সরকারকে দিতে হবে।

১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে জারিফ বলেন, লুথার কিংয়ের হত্যাকাণ্ডের ৫০ বছর পর এখনো দেশটি কালো মানুষদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

আমেরিকায় জন্মগ্রহণকারী ৫৯ বছর বয়সি সাংবাদিক মারজিয়া হাশেমি ইরানি নাগরিককে বিয়ে করে সেখানেই স্থায়ী হন। ইরানের একটি টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেন তিনি।

গত রবিবার যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি নিজের অসুস্থ ভাই ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যু্ক্তরাষ্ট্র সফরে যান।

ঢাকা টাইমস/২২জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :