ঢাকায় কপাল খুলবে মাহমুদউল্লাহর?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ১১:০২

চলতি বিপিএলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বাজে সময় কাটছে খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে জয় মিলেছে কেবল একটিতে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল নিয়ে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের মুখোমুখি হবে খুলনা টাইটানস। সিলেটের হতাশা কাটিয়ে শেরেবাংলায় কপাল খুলবে তো অধিনায়ক মাহমুদউল্লাহর? নাকি মাশরাফির রংপুরের কাছে হেরে বাদ পড়ার পথেই হাঁটবেন? সব সমীকরণ মেলাতে আজ দুপুর দেড়টায় মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে হেভিওয়েট দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

চলমান বিপিএলে সবচেয়ে নাজেহাল অবস্থা খুলনা টাইটানসের। ঢাকায় প্রথম পর্বে চার ম্যাচের চারটিতেই হেরে সিলেটে পা রাখে দলটি। সিলেটে রাজশাহী কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ২৫ রানের দুর্দান্ত জয় তুলে নেয় দলটি। পরের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে আবারও হোঁচট। ১৮২ রানের বড় টার্গেট দিয়েও শেষ ওভারে এসে হারে মাহমুদউল্লাহর দল। এরপর নিজেদের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে আবারও ধাক্কা। সিলেটে শেষ দিন ভাইকিংসের দেওয়া ২১৪ রানের বিশাল টার্গেটের কাছে হেরে সেই পয়েন্ট টেবিলের নিচে থেকেই ঢাকার পথ ধরতে হয় টাইটানদের। সবকিছু মিলিয়ে টানা পরাজয়ের হতাশা নিয়ে ঢাকায় তৃতীয় পর্ব শুরু করবে খুলনা। এই ম্যাচসহ টাইটানদের হাতে মাত্র পাঁচটি ম্যাচ। ছয় পরাজয়ের কারণে বাকি পাঁচটি ম্যাচই টাইটানদের বাঁচা-মরার লড়াই। আসরে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে চাই প্রতিটি ম্যাচে জয়।

সেই তুলনায় বেশ এগিয়ে মাশরাফির রংপুর। শক্তিশালী দলের সঙ্গে পয়েন্ট টেবিলেও টাইটানসদের থেকে এগিয়ে মাশরাফিরা। পাশাপাশি দলে যোগ হয়েছে নতুন শক্তি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে খুলনা টাইটানস খারাপ অবস্থায় থাকলেও তাদের দুর্বল ভাবছে না রংপুর রাইডার্স। গতকাল সংবাদ সম্মেলনে এমনটাই জানান রাইডার্স তারকা বেনি হাওয়েল। তার কথায়, ‘খুলনা টাইটানস সম্ভবত এই বছরে সবচেয়ে বেশি পরিশ্রম করছে। কিন্তু তারা অবশ্যই ভয়ংকর দল। তাই আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা শুধু ভালো ব্যাট করব এবং অবশ্যই জয় আশা করছি।’

সবকিছু মিলিয়ে শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ে ফেরা খুলনা টাইটানসদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জে টাইটানস অধিনায়ক কতটা সফল হন, সেটাই দেখার অপেক্ষা।

অন্যদিকে দিনের অপর ম্যাচে লড়াই হবে সমানে-সমান। নিঃসন্দেহে আসরের অন্যতম শক্তিশালী দুই দল ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা-সিলেটে দুই পর্ব শেষে পয়েন্ট টেবিলও অন্তত তা-ই বলছে। তাই লড়াইটা যে বেশ জমজমাট হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবকিছু মিলিয়ে প্রথম ম্যাচে কিছুটা ম্যাড়মেড়ে থাকলেও দ্বিতীয় ম্যাচে দারুণ একটা লড়াই তো আশা করতেই পারে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :