ট্রাকের পর ট্রেনের ধাক্কা, প্রাণ গেল লরিচালকের

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ১৪:১৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের পর ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক লরিচালক। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লরিচালকের নাম রহমত আলী। তার বাড়ি কিশোরগঞ্জে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে লবণ ভর্তি করে একটি ট্রাক উত্তরবঙ্গ যাচ্ছিল। কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে ট্রাকটি সংঘর্ষ হয়। এতে লরিটি রেললাইনের ওপর উঠে যায়। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যানটির চালক রহমত আলী নিহত হয়। আহত হয় লরিচালকের সহকারী ও ট্রাকের চালকসহ তিনজন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আহতরা এখন সুস্থ আছেন।

ঢাকা টাইমস/২২জানুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :