মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা চান নৌ-প্রতিমন্ত্রী খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:১৯ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ১৭:০১

নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিটা ক্ষেত্রেই কার্যকর ভূমিকা দেখতে চান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশের উন্নয়ন ও অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তা অর্জন করার জন্য শুধু স্থল বন্দর শুধু নয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিটা ক্ষেত্রই কার্যকরি ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার কারওয়ান বাজারের টিসিবি ভবনের বাংলাদেশ স্থল বন্দরের অফিস পরিদর্শন এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান ২৩ বছর লড়াই সংগ্রাম করে, আমাদের জাতিকে একত্রিত করেছেন একটা অধিকারের প্রশ্নে। তিনি শুধু আমাদের অধিকারই প্রতিষ্ঠা করেন নাই একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ উপহার দিয়েছেন। আজকে তার রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীতে ঘুরে দাঁড়িয়েছে। এটাকে কোনভাবে অবহেলা করা যাবে না। আগামী প্রজন্ম যারা আসবেন, তারাও আমাদের। তাই সেই বিষয়টা ধারণ করে, আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের কাজগুলোকে এগিয়ে নিতে হবে।’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘স্থলবন্দরগুলো বাংলাদেশের চারদিকে যেমনভাবে বিস্তৃত আছে, ঠিক তেমননিভাবে আমরা ভারতের অনেকগুলো রাজ্যকেও আমরা টাচ করেছি। আমাদের অর্থনীতির একটা সমৃদ্ধি হচ্ছে। এই সমৃদ্ধি আরও বাড়তে চায় আমরা। এজন্য স্থল বন্দর কর্তৃপক্ষকে কার্যকরি ভূমিকা রাখতে হবে।’

তিনি বলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধান হয়ে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি স্থল বন্দর কর্তৃপক্ষের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ভবন নির্মাণের পরে আমাদের কাজের গতি অনেক বেড়ে যাবে। এছাড়াও স্থল বন্দর সমূহের অবকাঠামোগ ও মানও বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ

ঢাকাটাইমস/২২জানুয়ারি/টিএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :