ব্যর্থতার জন্য নিজেকেই দুষছেন মাহমুউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:০৪

‘আমি আজ পর্যন্ত যতগুলো ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ খেলেছি কখনো এমন অবস্থার মধ্যে দিয়ে যাইনি’- সংবাদ সম্মেলনে কক্ষে প্রবেশ করে নিজের আবেগটা এভাবেই প্রকাশ করলেন খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার রংপুর রাইডার্সের কাছে পরাজয়ের পর আসর থেকে বিদায় প্রায় নিশ্চিত টাইটানসদের। তবে গোটা আসরে দলের ব্যর্থতার জন্য নিজেকেই দুষছেন অধিনায়ক রিয়াদ।

নিজেদের অষ্টম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ছয় উইকেটে হেরেছে খুলনা টাইটানস। টুর্নামেন্টে মোট আট ম্যাচ খেলা খুলনা সাত হারের বিপরীতে জয় পেয়েছে মাত্র একটিতে। দলের এমন পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই তুল নিচ্ছেন টাইটানস অধিনায়ক। হারের গ্লানি নিয়ে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ বলেন, ‘হয়তো অনেককিছু শিখতে পারবো এই ব্যর্থতা থেকে। অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সামনের দিনে যেন ভালো ক্রিকেট খেলতে পারি এটাই চাচ্ছি।’

দলের জন্য এটা কঠিন সময় হলেও সামনে ম্যাচগুলো নিজেরে জন্য জিততে চান মাহমুদউল্লাহ রিয়াদ। তার কথায়, ‘এটা আমার জন্য এবং আমার টিমের জন্য অনেক কঠিন সময়। এই সময়ে অনেকে অনেক রকম কথা বলবে। কিন্তু আমার মনে হয়, যেহেতু আমাদের প্লে-অফে উঠার সুযোগ নেই, সামনে যে কয়কটা ম্যাচ আছে সেগুলো নিজেদের জন্য খেলবো।’

কাগজে-কলমে খুলনা টাইটানস তারকাপূর্ন দল না হলেও নিজেদের সামর্থ্যে বিশ্বাস ছিল মাহমুউল্লাহর। অধিনায়কের চোখে শেষ চারে উঠার স্বপ্ন ছিল। কিন্তু টানা ব্যর্থতায় তা আর পূরণ হলো না।

তাই সব ব্যর্থতাকে নিজের উপর নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয়, আমি যত বছর বিপিএল খেলছি, কখনোই ওত স্টার টাইপ ক্রিকেটার নিয়ে টিম লিড করিনি। সবসময় মোটামুটি বা সম্ভাবনাময় টিম নিয়ে খেলেছি। এই বছর আমার মনে হয়না খুব একটা খারাপ দল হয়েছে। কিন্তু আমরা সব ম্য্যাচে তিন বিভাগে জ্বলে উঠতে পারিনি। আমি সবসময় বিশ্বাস করতাম যে আমারে এই ল নিয়ে সেরা চারে যাওয়ার ভালো সম্ভাবনা ছিল। হয়তো আমি ভালো লিড করতে পারিনি। ব্যক্তিগতভাবেও ভালো পারফরম্যান্স করতে পারিনি। আসলে দোষটা আমরাই ছিল।’

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/ এইচএ/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :