সিক্সার্সের নতুন অধিনায়ক সোহেল তানভির

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ২০:২৫

চোটের কারণে দেশে ফিরে গেছেন সিলেট সিক্সার্সের নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। যার কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে সিলেটের নেতৃত্ব দিবেন পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভির। ওয়ার্নারের বদলি হিসেবে পাকিস্তানি এই অলরাউন্ডারকেই বেছে নিয়েছেন সিলেট টিম ম্যানেজমেন্ট। নতুন অধিনায়কের অধীনে বুধবার খুলনা টাইটানসের বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সার্স।

বিপিএলে এর আগেও খেলেছেন সোহেল তানভির। তবে এবারই প্রথম কোনো নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। তবে বিপিএলের আগে পাকিস্তানের ঘরোয়া লিগ এবং কানাডিয়ান লিগে নেতৃত্ব দিয়েছিলেন তানভির। মঙ্গলবার মিরপুরের একাডেমিক মাঠে নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাকিদের মুখোমুখি হন তিনি।

সাংবাদিকদের সামনে নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা নিয়ে সোহেল তানভির বলেন, ‘এর আগেও আমি কয়েকবার অধিনায়কত্ব করেছি। পাকিস্তানে আমার স্থানীয় দলে এবং কানাডায় অধিনয়কত্ব করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমার সামর্থ্যে বিশ্বাস রাখার জন্য। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।'

সবকিছুর পরেও ওয়ার্নারের শূন্যতা সিলেট বোধ করবে বলে জানালেন সোহেল তানভীর। ওয়ার্নারকে একজন নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন,‘আমরা অবশ্যই ওয়ার্নারকে মিস করব। শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই নয় তিনি একজন যোগ্য নেতা। ডাগ আউটে তাঁর উপস্থিতি দলকে শক্তি যোগায়। সে সামনে থেকেও নেতৃত্ব দিচ্ছিল। ব্যাট হাতে রান করছিল সে। তাকে তো অবশ্যই মিস করবো।’

বিপিএলের চলতি আসরে খুব একটা ভালো অবস্থায় নেই সিলেট সিক্সার্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ফেলেছে দলটি। তবে সাত ম্যাচে পাঁচ হারের বিপরীতে জয় এসেছে কেবল দুটিতে। তাই টিকে থাকতে হলে বাকি সব ম্যাচই গুরুত্বপূর্ণ সিক্সার্সের জন্য। তবে সেরাটা নিয়ে দলকে জয়ে ফিরিয়ে আনতে বিশ^াসী নতুন অধিনায়ক।

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :