মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে বাধা, হামলায় তিন পুলিশ আহত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ২০:৪৮

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ সিএনজি অটোরিকশা চলাচলে বাধা দেয়ায় পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হন।

মঙ্গলবার বেলা ১১টায় রায়পুরা উপজেলার নীলকুটি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলা হয়।

আহতরা হলেন- পুলিশ সার্জেন্ট সাইরুল ইসলাম, কনস্টেবল জহিরুল ও এনায়েত।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। আটকরা হলেন- সিএনজি অটোরিকশাচালক হানিফ মিয়া ও ওয়ার্কশপ কর্মচারী শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সরকারি নিষেধ থাকা সত্বে¡ও ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিন সিএনজি চলাচল করছে। সোমবার সন্ধ্যায় ভৈরব হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট সাইরুল ইসলাম নরসিংদীর রায়পুরা থানা এলাকার নীলকুটি এলাকায় কয়েকটি সিএনজি অটোরিকশা চালককে মহাসড়কে চলাচলে বাধা দেন। এসময় এলাকার পুলিশের সোর্স শিপন পুলিশকে সহযোগিতা করে বলে চালকদের অভিযোগ। পরে তারা শিপনকে হুমকি দেয়। ঘটনাটি শিপন রাতেই পুলিশকে জানায়। পরে সার্জেন্ট সাইরুল মঙ্গলবার সকালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে ১৫-২০ জন চালক পুলিশের গাড়িতে হামলা করে। এ ঘটনায় অটোচালক মোরশেদ, সুজন, আতিক, সুমনসহ আরও কয়েকজন পুলিশকে মারধর করে। এসময় সার্জেন্ট সাইরুল, কনস্টেবল জহিরুল ও এনায়েত আহত হয়। এই খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম আরও একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে চালকরা পালিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, মহাসড়কে সিএনজি চলাচল সরকারিভাবে নিষেধ হলেও চালকরা এই নিষেধ অমান্য করছে। মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :