সাইপ্রাসে জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী পালিত

সাইপ্রাস প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জম্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সাইপ্রাস বিএনপি।

সোমবার যু্গ্ম আহবায়ক সরোয়ার আলম টুটুলের সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম আহবায়ক এ কে নীরব।

বিএনপির আহবায়ক সুজন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাইপ্রাসনিউজ২৪.কম প্রধান সম্পাদক শেখ মহিউদ্দীন।

প্রধান বক্তা ছিলেন এসোসিয়েশন অব বাংলদেশ সাইপ্রাসের সভাপতি জিএম মুকুল।

বিশেষ অতিথি ছিলেন সাইপ্রাস বিএনপির যুগ্ম আহবায়ক এ কে নিরব, রবিন এবং সাইপ্রাস বিএনপির সদস্য নয়ন হোসাইন, ফারুক, হাসান, জনি, শামসু, তারেক, আলআমিন, কবির, মুক্তার শান্তসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক এবং যুগ্ম আহবায়কবৃন্দ।

আহবায়ক সর্বপ্রথম সাইপ্রাস বিএনপির অন্যতম উপদেষ্টা এবং ইংল্যান্ড বিএনপির সদস্য ইংল্যান্ড প্রবাসী মাহমুদ উল্লা হান্নানকে ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন। মাহমুদ উল্লা হান্নানের নেতৃত্বে সাইপ্রাস শাখা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকবে।

এছাড়াও সাইপ্রাস বিএনপির প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেকের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।

জন্মদিনে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, জিয়াউর রহমান শুধু একটি নামই নয়- এটি একটি আদর্শ। জাতীয়তাবাদের রাজনীতি করতে হলে আগে শহীদ জিয়াকে জানতে হবে।

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করতে হবে। বিএনপির রাজনীতি করতে হলে আগে ইতিহাস জানতে হবে। জিয়ার আদর্শকে ধারণ না করলে রাজনীতিতে ফলপ্রসূ কিছুই হবে না।

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে

যুগ্ম আহবায়ক নিরব বলেন, শেখ হাসিনার কারাগারে দেশনেত্রীকে আটকে রাখা যাবে না।

আহবায়ক সুজন ভূইয়া তার সমাপনী বক্তব্যে মাহমুদ উল্লা হান্নানের নেতৃত্বে সাইপ্রাস শাখা বিএনপি সবসময় উজ্জীবীত থাকবে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :