পাচারের সময় ডিমলায় বিপুল ছাগলের চামড়া জব্দ

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৫৩৭টি ছাগলের চামড়া আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক যায়নি।
রবিবার ভোর ৫টার দিকে সীমান্তবর্তী ছোটখাতার একটি বাঁশবাগান থেকে এসব চামড়া উদ্ধার করা হয়। আটককৃত ছাগলের চামড়ার আনুমানিক মূল্য দুই লাখ ১৪ হাজার ৮৬০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
৭-ব্যাটালিয়ন বিজিবির ডিমলা উপজেলার থানেরহাট (কলোনি) বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাজেদ আলী জানান, চামড়া পাচারের গোপন খবর পেয়ে রাতভর সীমান্তে টহল জোরদার করে বিজিবি।
ভোরের দিকে বেশ কিছু পাচারকারী মাথায় করে বস্তা নিয়ে ভারতের সীমান্তের ছোটখাতা এলাকায় এনে বাঁশবাগানে জমা করছিল। তাদের ধাওয়া করলে তারা বস্তা গুলো ফেলে ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৫৩৭টি ছাগলের চামড়া পাওয়া যায়।
(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/ইএস/জেডএ)