সুন্দরগঞ্জে টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখছে দুদক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০১৫-১৬ অর্থ বছরে বাস্তবায়িত টিআর, কাবিখাসহ বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের রংপুর অঞ্চলের সমন্বীত কর্মকর্তা মো. মোজাহার আলী সরকার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারকে সঙ্গে নিয়ে টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্প খতিয়ে দেখেন।
প্রকল্প সমূহের মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, স্যোলার প্যানেল ইত্যাদি।
গত সপ্তাহে এসব প্রকল্পের কোনো তথ্য না দিয়েই পিআইও ভিন্নভাবে এড়িয়ে যাওয়ায় তথ্য কমিশনে ৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন।
এব্যাপারে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মুঠো ফোনে জানতে চাওয়া হলে পিআইও নুরুন্নবী সরকার নিজের ব্যস্ততা দেখিয়ে পরে কথা হবে এ বলে সংযোগ বিছিন্ন করেন।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/ইএস)