প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না আসিফের

প্রাইভেট পড়ে আর বাসায় ফেরা হলো না স্কুলছাত্র আসিফ খানের (১৬)। পথেই ট্রাক চাপায় প্রাণ গেল তার। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ খান ছয়ঘরিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং সরোজগঞ্জ সাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার প্রাইভেট পড়তে আসিফ বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। দুপুর ১টার দিকে সে সরোজগঞ্জ বাজারে কাছাকাছি পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহমুকী সবজী বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আসিফ।
দুর্ঘটনার পর প্রায় আধাঘণ্টা চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে যানচলাচল বন্ধ করে দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ইএস)