ভৈরবে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
 | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:২৭

ভৈরবের রসুলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোবারক (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক লোক। সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাট করা হয় দুই পক্ষের ২৫-৩০টি বাড়িঘর।

আজ শনিবার দুপুরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কিপিংবাড়ি ও নূরার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে অন্তত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় কিপিংবাড়ির নেতা ফজলুর রহমান মাস্টার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু বক্করের সমর্থক নূরারবাড়ির নেতা মুসলিম মিয়ার বংশের লোকজনের মধ্যে পূর্বশত্রুতা ও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে আজ দুপুর ১২টার দিকে উভয় বংশের কয়েক শ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে আত্মীয়তার সূত্রে পার্শ্ববর্তী গ্রাম মৌটুপী, সাদেকপুর, ভবানীপুর ও মেন্দিপুরের লোকজন নূরারবাড়ির পক্ষে যোগ দিলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে গত বছরের ৪ ও ৫ নভেম্বর বিবদমান এই দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষে কিপিংবাড়ির অহিদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন আরো শতাধিক লোকজন। ভাঙচুর ও লুটপাট করা হয় প্রায় ৩০-৩৫টি বাড়ি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :