পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে ‘সমঝোতা’ বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৪:৪৫ | প্রকাশিত : ০১ মার্চ ২০১৭, ১৩:৪২

সড়ক দুর্ঘটনায় চালকের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে দেশজুড়ে পরিবহন ধর্মঘটের মধ্যে সমঝোতা বৈঠক শুরু হয়েছে রাজধানীতে। মতিঝিলে বিআরটিসি ভবনে এই বৈঠক শুরু হয় বেলা দেড়টার দিকে।

নৌমন্ত্রী শাহাজান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরা দুই জনই পরিবহন মালিক ও শ্রমিক নেতা হিসেবে পরিচিত। এ ছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামসহ পরিবহন ও মালিক ও শ্রমিক সমিতির নেতারা এতে যোগ দেন।

গত দুই দিন ধরে পরিবহন ধর্মঘটে সারাদেশে যাত্রী ও মালামাল পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে। নির্ধারিত গন্তব্যে যেতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ। রাজধানীর গাবতলীতে পুলিশ ও র‌্যাবের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে একজনের প্রাণহানিও হয়েছে।

ঘটনার শুরু বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর মামলায় এক বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে। এ নিয়ে ওই চালকের নিজ জেলা চুয়াডাঙ্গা এবং পরে খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট করার পর এর অবসানও হয়। তবে আরেকটি ঘটনায় এক ট্রাক চালকের ফাঁসির আদেশ দিয়েছে অন্য একটি আদালত। এরপরই দেশজুড়ে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।

সড়ক দুর্ঘটনায় ব্যাপক মৃত্যুর ঘটনায় গত কয়েক বছর ধরেই নাগরিক সমাজের সদস্যরা দুর্ঘটনার ঘটনায় চালকের বিরুদ্ধে ৩০২ বা ৩০৪ ধারায় মামলার বিধান রেখে আইন পাসের দাবি জানিয়ে আসছেন। তবে পরিবহন শ্রমিকরা বলছেন, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় কখনও হত্যা বা হত্যাচেষ্টা মামলা হতে পারে না।

এর মধ্যে পরিবহন ধর্মঘট শুরু করে শ্রমিক সংগঠনগুলো। তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চালকরা যে কর্মসূচি দিয়েছেন সেটা অযৌক্তিক। তাদের ক্ষোভ থাকলে তারা উচ্চ আদালতে যেতে পারতেন।

ধর্মঘটের দ্বিতীয় দিন রাজধানীতে জনভোগান্তি চরমে উঠে। এর মধ্যেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজকের মধ্যেই ধর্মঘট অবসানের আশ্বাস দেন। এর কিছুক্ষণ পরেই শুরু হয় সমঝোতা বৈঠক।

এই বৈঠকের আগে সরকার বা পরিবহন মালিক এবং শ্রমিক পক্ষের নেতারা গণমাধ্যমকর্মীদেরকে কিছুই বলেননি। তারা জানিয়েছেন, বৈঠক শেষেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

(ঢাকাটাইমস/০১মার্চ/জেআর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :