সুরঞ্জিতের অবস্থা সংকটাপন্ন, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২০ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৪

রাজধানীর ল্যাব এইডে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে সিসিইউতে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।

সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হাসান ঢাকাটাইমসকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘স্যারকে গতকালই হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যার পর তার অবস্থার অবনতি হলে সিসিইউতে নেয়া হয়।’

চিকিৎসকদের বরাত দিয়ে ব্যক্তিগত সহকারী জানান, সুরঞ্জিতের অবস্থা সংকটাপন্ন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে।

সুরঞ্জিত দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছেন সুরঞ্জিত। কয়েক মাস আগে তিনি ক্যানসারে আক্রান্ত বলে খবর প্রকাশ হলে সুরঞ্জিত নিজেই জানান, তার রোগটা ক্যানসার নয়। ইতোমধ্যে তিনি আমেরিকায়ও চিকিৎসা নিয়েছেন।

এক সময়ের তুখোড় বামপন্থী নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এ পর্যন্ত সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয় বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন। তবে সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে তিনি পদত্যাগ করলেও তা গ্রহণ না করে তাকে মন্ত্রী হিসাবে রাখেন শেখ হাসিনা। বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :