আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন পিকে

স্প্যানিশ সমর্থকদের সমালোচনা সইতে না পেরে অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জেরার্ড পিকে। তবে বিশ্বকাপের আরও একটি আসরে দেখা যাবে পিকেকে। সেক্ষেত্রে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপই দেশের জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট।
অবসরের প্রসঙ্গে পিকে বলেন, ‘জার্সির হাতা কাটার জন্য অনেক সমালোচনা শুনতে হয়েছে আমাকে। আর পারছি না। তাই দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিতে হল।’
তবে এই মুহূর্তে খেলা না ছাড়লেও রাশিয়া বিশ্বকাপের পর আর স্পেনের হয়ে মাঠে দেখা যাবে না পিকেকে। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। তবে স্পেনের হয়ে শততম ম্যাচ খেলতে ইচ্ছুক। রাশিয়া বিশ্বকাপও খেলবো। এরপর আর জাতীয় দলের হয়ে খেলছি না।’
প্রসঙ্গত, আলবেনিয়ার বিপক্ষে জাতীয় দলের ফুলহাতা জার্সি কেটে হাফহাতা বানিয়ে খেলতে নামায় বেশ বিতর্ক পোহাতে হয় পিকেকে।
(ঢাকাটাইমস/১০ অক্টোবর/জেইউএম)