উৎপাদনশীলতা দিবসে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৬, ২১:৪৬

কিশোরগঞ্জ প্রতিনিধি

রবিবার জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে সকাল ৯টায় শোভাযাত্রা জেলার পুরাতন স্টেডিয়াম হতে শুরু হয়ে বটতলা মোড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্ষুদ্র ও কুটির শিল্প বাংলাদেশ (নাসিব), কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় বিসিক, কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহসভাপতি শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিসিক শিল্প প্রতিষ্ঠানের সভাপতি আজমল খান, নাসিব, কিশোরগঞ্জের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার, বিসিক এর প্রমোশন অফিসার রিয়াজুল ইসলাম, ক্যাবের জেলা সভাপতি ও দৈনিক নিউ নেশনের জেলা প্রতিনিধি আলম সারওয়ার টিটু, কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি ও নারী নেত্রী বিলকিস বেগম, সদস্য তানিয়া আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আল সেলিম তালুকদার, প্রমুখ।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/জেবি)