‘ক্যাচ মিসকে দোষ দিচ্ছেন না মাশরাফি’

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৬, ২৩:৩০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

‘ক্যাচ মিস হতেই পারে। এটা খেলারই অংশ। তবে ক্যাচটা ধরতে পারলে হয়তো অন্য কিছুও হতে পারতো।’ ৪৬.৪ ওভারের মাথায় তাসকিনের বল থেকে ওকসের সহজ একটি ক্যাচ ফেলে দেন ইমরুল কায়েস। এনিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাশরাফি বিন মর্তুজা।

কেনো এমন ক্যাচ মিস হচ্ছে এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এটা আসলে পুরোপুরি নির্ভর করে মনের উপর। মনস্থির থাকলে, যে কখন আমার হাতে ক্যাচ আসতে পারে বা ক্যাচের জন্য সবসময় প্রস্তুত থাকলে এমন নাও হতে পারতো।’ 

তবে ম্যাচ হারের জন্য শিশিরকে দায়ী করলেন মাশরাফি। ‘ম্যাচের শুরুর দিকে স্পিনাররা টার্ন পেয়েছে। কিন্তু শেষের দিকে শিশিরের কারণে আমাদের স্পিনাররা সুবিধা করতে পারেনি।’

ইমরুল ও তামিম ভালো ক্রিকেট খেলেছে এমনটি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘ইংল্যান্ড ভালো খেলেছে। আমরাও ভালো খেলেছি। ইমরুল ও তামিম ভালো করেছে। মুশফিক রানে ফিরেছে। এটা ভালো দিক। তবে আজকের ম্যাচে টস একটি বড় বিষয় ছিলো।’

উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করল ইংলিশরা।

(ঢাকাটাইমস/১২ অক্টোবর/জেইউএম)