ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ইমাম আটক

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৬, ১৮:৪৬

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমসৎ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চাঁদপুরে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ। তার নাম নুরুল হুদা।

শুক্রবার রাতে মতলব উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নুরুল হুদা উপজেলার নবুরকান্দি গ্রামের ফজলুল হক প্রধানের ছেলে এবং ওই গ্রামের মীরবাড়ি জামে মসজিদের ইমাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মীরবাড়ি মসজিদের ইমাম নুরুল হুদা নবুরকান্দি বাজারের মোমিন মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন যুবক তাকে আটক করে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ এনে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ জানায়, নুরুল হক তার ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি স্থানীদের নজরে আসলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ নবুরকান্দি বাজার এলাকা থেকে তাকে আটক করে।

মতলব উত্তর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আলমগীর হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘নিজের ফেইসবুক থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়ার অভিযোগে নুরুল হুদাকে আটক করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেডএ)