ট্রেনের ছবি তুলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

ব্রাক্ষ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:০৩ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:৫৩

ব্রাক্ষ্মণবাড়িয়ায় মুঠোফোনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছবি তুলতে গিয়ে অপর একটি ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে পৌরশহরের ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাদুঘর ভূইয়াপাড়া এলাকার কাউছার মিয়ার ছেলে শুভ ও আনিস মিয়ার ছেলে পারভেজ। এ ঘটনায় রিপন নামে আরও এক শিশু আহত হয়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল পুলিশের উপপরিদর্শক মো. ছানাউল হক জানান, সকালে বাড়ির পাশে রেললাইনে বসে তিনজন গল্প করছিল। এ সময় পাশের লাইনে চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা ট্রেন এলে তারা মোবাইল ফোনে ছবি তোলায় মগ্ন হয়ে পড়েন। একই সময় উল্টো দিক থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শুভ ও পারভেজ মারা যান। আহত হন রিপন নামে তাদের অন্য এক বন্ধু। রিপনকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেয়া হয়।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :