ইলিশ শিকারের অপরাধে ভোলায় ৮ জেলে আটক

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৬, ১৬:০৫

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

মা ইলিশ রক্ষা অভিযানের পঞ্চম দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনায়-তেতুলিয় মা ইলিশ শিকারের অপরাধে আট জেলেকে আটক করেছে পুলিশ ও মৎস্য বিভাগ। এদের মধ্যে দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও ছয় জেলেকে এক মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এ রায় দেন।

দ-প্রাপ্তরা হলেন- শাহাদাত, রাকিব, কবির, রাজিব, সুমন ও শাকিল। বাকি নুর হোসেন ও ছালাউদ্দিন নামের দুই জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এদের সকলের বাড়ি সদর উপজেলার রাজাপুর ও ইলিশা ইউনিয়নে।

শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা-তেতুলিয়া এলাকায় ভোলা সদর থানা ও মৎস্য বিভাগের তিনটি টিম অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এসময় একটি ট্রলার, ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ এতিমখানায় বিলিয়ে দেয়া হয়।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৬ অক্টোবর/প্রতিনিধি/এলএ)