কুমিল্লায় বাক প্রতিবন্ধী ভিক্ষুককে শ্বাসরোধে হত্যা

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৬, ১৮:৩২ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৬, ১৮:৫০

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় আলমগীর হোসেন (৪৪) নামের এক বাক প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন ভিক্ষুক বলে জানা গেছে।
রবিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ফরিজপুর এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলমগীর জেলার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আনছর আলীর ছেলে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুইমাস আগে বাক প্রতিবন্ধী আলমগীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি ভিক্ষা করতেন।
রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তার গলায় জুতার ফিতা পেঁচানো ছিলো। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের ভাগিনা জসিম উদ্দিন মরদেহ শনাক্ত করেছেন।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) বদিউল আলম জানান, ‘দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে শনিবার রাতের যে কোনো সময় শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে।’
(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)