খাগড়াছড়িতে হরতাল চলছে, সমাবেশে পুলিশের বাধা

পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে বাঙালি সংগঠনগুলোর ডাকে খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এ উপলক্ষে পার্বত্য সমঅধিকার আন্দোলন সংগঠনের হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল-সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সাধারণ সম্পাদক নাছির তালুকদারের নেতৃত্বে পৌর শহরের ভাঙা ব্রিজ এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি ভাঙা ব্রিজ থেকে শুরু হয়ে কোর্ট রোড মোড় ঘুরে ভাঙা ব্রিজে এসে শেষ হয়। তখন সেখানে প্রতিবাদ সমাবেশ করতে চাইলে পুলিশ নেতাকর্মীদের বাধা দেয়া হয়।
এদিকে, সকাল থেকে খাগড়াছড়ি শহরের প্রবেশমুখের কয়েকটি পয়েন্টে হরতাল সমর্থকদের দেখা গেছে।
হরতালে খাগড়াছড়ি শহরে সীমিত দোকানপাট খোলা ও কিছু টমটম ও রিকশা চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লা ও অভ্যন্তীরণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চুক্তির আলোকে গঠিত পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা শুরু থেকে এ আইনের বিরোধিতা করে আসছিলেন।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কাভার্ডভ্যান কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় হাসপাতালে আগুন, দগ্ধসহ আহত ১০

নিখোঁজ ইসমাইলকে ঢাকা মেডিকেলে খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা

চকবাজারের আগুনে নিহত শামছুল হকের দাফন সম্পন্ন

কাউসারের ব্যাংকার হওয়ার স্বপ্ন পুড়ল চকবাজারের আগুনে

চকবাজার ট্রাজেডি: ভ্যানেই পুড়ে মরল কুড়িগ্রামের তিন যুবক

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গলাকেটে নৌ-সেনা হত্যায় ইউপি সদস্যসহ তিনজন আটক
