জয়পুরহাটে ১০ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৬, ০৯:৩৯ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৬, ১১:২৮

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে হত্যাসহ ১০ মামলার আসামি সাফিনুল ইসলাম ওরফে সাফিন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ডও হয়েছিল। সাফিন পৌর এলাকার দক্ষিণ দেওয়ান পাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার দাদরা-জন্তি গ্রামে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত সাংবাদিকদের জানান, শীর্ষ সন্ত্রাসী সাফিন তার সহযোগীদের নিয়ে উপজেলার দাদরা-জন্তি গ্রাম এলাকায় অবস্থান করছে গোপন সূত্রে এ খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে যায়। র‌্যাব সদস্যরা ওই গ্রামের মামুন পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে টের পেয়ে সন্ত্রাসী সাফিন ও তার সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসী সাফিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হলে তার অপর সহযোগীরা পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/জেবি)