খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে চলছে অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১০:২৯ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০১৬, ০৮:৫৬

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রেখেছে পাঁচ বাঙালি সংগঠন। সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিল ও কমিশনের দ্বিতীয় বৈঠক আহবানের প্রতিবাদে রবিবার ভোর ছয়টা থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকাসহ সব ধরনের দূরপাল্লা ও অভ্যন্তীরণ যান চলাচল বন্ধ হয়ে গেছে।

খাগড়াছড়ি শহরের প্রবেশপথের কয়েকটি স্থানে আন্দোলনকারীদের পিকেটিং করতে দেখা গেছে। এ অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শেষ খবর খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খাগড়াছড়ি সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, অবরোধ চলাকালে শহর থেকে কোন অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। শহরে কিছু টমটম চলছে। সড়কে কোন পিকেটার দেখা যায়নি। এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :