মেহেরপুরে ৩ বোমা উদ্ধার

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৬, ১০:৩৯

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

মেহেরপুর গাংনী উপজেলার ভরাট গ্রাম থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল আটটার দিকে তাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর পরিত্যক্ত বাড়ির পেছন থেকে এসব বোমা উদ্ধার করা হয়।

কোন নাশকতার জন্য বোমাগুলো রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বোমা উদ্ধারকারী দলের নেতৃত্বদানকারী এএসআই মকবুল হোসেন জানান, ভরাট গ্রামের ব্যবসায়ী তাজুল ইসলাম ব্যবসায়িক কারণে বামন্দি বাজারে থাকেন। তার পরিত্যক্ত বাড়ির পেছনে বোমাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে। বোমাগুলো প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করতে পানিতে চুবিয়ে রাখা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/প্রতিনিধি/এলএ)