ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৬, ১৪:১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকার মেঘনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা, মালবাহী ট্রাক বিকল ও অতিরিক্ত যানবাহন চলাচলের চাপে বৃহস্পতিবার মধ্যরাত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত যানজট তৈরি হওয়ার খবর যাওয়া গেছে। এ সময় সেতুর উভয় পাশে প্রায় দশ কিলোমিটারজুড়ে যানজট অব্যাহত রয়েছে।

পুলিশ,চালক ও যাত্রীরা জানায়, বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে বারোটায় ঢাকাগামী পণ্যভর্তি একটি ট্রাক অপর একটির সাথে ধাক্কার কারণে যানজটের সৃষ্টি। রাত দুইটায় পণ্যভর্তি আরো দুটি ট্রাক সেতুর ওপর বিকর হয়ে যাওয়ায় যানজট আরো দীর্ঘতর হয়। বিকল এবং দুর্ঘটনা কবলিত যানবাহন সেতুর ওপর থেকে সরিয়ে নেয়া হলেও ছুটির দিনে যানবাহনে চলাচল বেড়ে যাওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট দুপুর পর্যন্ত স্থায়ী হয়।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ ঘটনার সত্যতা স্বীকার করে দুপুর পৌনে একটায় জানান, স্বল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। এই প্রতিবেদন তৈরি পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি।

(ঢাকাটাইমস/৪ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :