১ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৬, ১৫:৪৩ | আপডেট: ১৮ জুন ২০১৭, ১৮:৩৬

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে

বলিউড তারকাদের অংশগ্রহনে আইপিএলের গত তিনটি আসরেই ছিল বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। ব্যতিক্রম হলো এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠান বলতে যা বোঝায় তার কিছুই ছিল না শুক্রবার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। যদিও ম্যাচটি বৃষ্টির কারণে এখনও মাঠে গড়ায়নি।

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। দুইটার দিকে মাঠের একপ্রান্তে কুমিল্লা ও রংপুরের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত ও শুভেচ্ছা বিনিময় করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষ হওয়ার পরপরই জ্বলে ওঠে ছোট্র গোটা কয়েক আতজবাজি। যা এক মিনিটেই শেষ। ব্যস্ত, উদ্বোধনী অনুষ্ঠান বলতে এটুকুই।

অথচ আরে আসরগুলোতে উদ্বোধনী অনুষ্টানের পিছনে ৩/৪ কোটি টাকা খরচ করা হয়েছিল। বিসিবির তরফে বলা হয়েছে, ইংল্যান্ডের সিরিজের ব্যস্ততার কারণেই  উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে পারেনি তারা।

(ঢাকাটাইমস/৪ নভেম্বর/ডিএইচ)