নাসিরনগরে হামলা: আরও নয়জন গ্রেপ্তার

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৬, ০৯:৩৭

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, ৩০ অক্টোবরের হামলার ভিডিও ফুটেজ দেখে ও আগের আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাসিরনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেইসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দু বাড়িতে হামলা করা হয়। এর পাঁচ দিন পর বৃহস্পতিবার উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রথম হামলার ঘটনায় নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ২ হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা হয়।

হামলার ঘটনায় করা দুটি মামলায় গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবদলের এক নেতাসহ ৩৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে কয়েক দফায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আজকের পর গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৫৩।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/প্রতিনিধি/জেডএ)