সিরাজগঞ্জে নদীতে মিলল যুবকের লাশ

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৬, ১৩:৪২

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝন্টু নামে সিরাজগঞ্জের সলঙ্গার ফুলজোড় নদী থেকে এক যুবকের ভাসমান লাশ  উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ঝন্টু সলঙ্গা থানার ভুইয়াগাতী গ্রামের গৌড় মিস্ত্রীর ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের ফুলজোড় নদীতে গোসল করতে যায় ঝন্টু। এক পর্যায়ে পানিতে স্রোতে তিনি তলিয়ে যান। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। রবিবার দুপুরে ফুলজোড় নদীর শ্মশানঘাট এলাকায় ঝন্টুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ  লাশটি উদ্ধার করে।

লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/৬ নভেম্বর/প্রতিনিধি/এলএ)