মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার বাবা

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৬, ১৮:৩৩

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

মেয়ের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় যুবকদের হামলার শিকার হয়েছেন সোলাইমান হোসেন নামে এক পিতা। সোমবার দুপুরে তার মেয়ে বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা দিয়ে বের হলে এ ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছেন ওই পিতা।

হামলার শিকার সোলাইমান হোসেন এ উপজেলার মহাম্মদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোলাইমান হোসেন জানান, তার মেয়েসহ সহপাঠীরা জেএসসি পরীক্ষা দিয়ে আলগামনযোগে বাড়ি ফেরার পথে কতিপয় যুবক উত্ত্যক্ত করে। এ কারণে তিনি আজ পরীক্ষা শেষে মেয়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বামন্দী সিনেমা হলের কাছে পৌঁছলে বামন্দী এলাকার সাগর, আলাল, শামীম, লিখন, বাচ্চু ও বিপ্লবসহ কয়েকজন মোটরসাইকেলযোগে তাদের পিছু নিয়ে উত্ত্যক্ত শুরু করে। প্রতিবাদ করলে ওই যুবকরা আলগামন থামিয়ে সোলাইমানকে মারধর করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় বখাটেরা।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান জানান, ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে ওই বখাটেদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/৭ নভেম্বর/প্রতিনিধি/এলএ)