২০ ডলারের কম্পিউটার

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৬, ১৩:২৭ | আপডেট: ১০ নভেম্বর ২০১৬, ১৩:৪৪

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

ওপেন সোর্স সিঙ্গেল বোর্ড কম্পিউটার অরেঞ্জ পাই। এটি অনেকটা রাস্পবেরি পাইয়ের মতই। ডিভাইসটি অ্যানড্রয়েড, উইবুন্টু, ডেবিয়ান,ফেডেরা এবং রাস্পবিয়ান অপারেটিং সিস্টেমে চলতে পারে। প্রতিষ্ঠানটি এবার মাত্র ২০ ডলার দামের কম্পিউটার বাজারে এনেছে। মডেল অরেঞ্জ পাই পিসি২। 

বোর্ডটির পুরুত্ব ৮৫x৫৫ মিলিমিটার। ওজন ৩৮ গ্রাম। এই কম্পিউটারটির ৬৪ বিটের কোয়াডকোর।  ডিভাইসটি অ্যানড্রয়েড এবং লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করে। এতে আছে এইচ৫ ৬৪ বিট কোয়াডকোর কর্টেক্স এ৫৩ প্রসেসর। আরও আছে মালি ৪৫০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটি ওপেন জিএল ইএস ২.০ এবং ওপেন ভিজি ১.১ সমর্থন করে। 

সিঙ্গেল বোর্ডের কম্পিউটারটি এইচডিএমআই পোর্ট আছে। এতে ক্যামেরা ইনপুট আছে। এটি ভিডিও আউটপুট করতে পারে। এছাড়ও এতে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক আছে।  

এই  মিনি কম্পিউটারটি দিয়ে গেমস খেলা, গান শোনা, সিনেমা দেখা যাবে। এটি ওয়ারলেস সার্ভার হিসেবেও কাজ করবে। 

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/এজেড)