ঝালকাঠিতে পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দণ্ড

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৬, ১৯:২৭

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝালকাঠির নলছিটিতে জেএসসি পরীক্ষার হলে নকল সরবরাহের অভিযোগে সাবেক পৌর চেয়ারম্যন সুলতান আহম্মেদের  ছেলে কায়কোবাদ তুফানকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শাহ মো. কামরুল হুদা এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক ফটোকপির দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

দন্ডপ্রাপ্ত কায়কোবাদ তুফান নলছিটি পৌরসভার সাবেক চেয়ারম্যান সুলতান আহাম্মেদের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সুলতান মাহাম্মুদ জানান, নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকেন্দ্রের একটি কক্ষ থেকে নকল সরবরাহকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা হাতেনাতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা জানান, মঙ্গলবার জেএসসি পরীক্ষার হলে কায়কোবাদ তুপনকে পাঞ্জেরি গাইডের কয়েকটি পৃষ্ঠাসহ এবং বিভিন্ন ফটোকপির দোকানে অভিযান চালিয়ে কবির হোসেন নামে একজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে একজনকে ২ মাসের কারাদণ্ড এবং অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/প্রতিনিধি/এলএ)