প্রতিবন্ধীকে বাঁচিয়ে জীবন দিলো স্কুলছাত্র

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৬, ১৫:২৬ | আপডেট: ২০ নভেম্বর ২০১৬, ১৫:৪৩

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ট্রেন দুর্ঘটনা থেকে প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে জীবন দিলো হৃদয় হোসেন ঠাকুর নামের স্কুলছাত্র।

রবিবার সকাল সোয়া ৯ টা দিকে ফরিদপুর শহরের অম্বিকাপুর রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় সদর উপজেলার শ্যাম সুন্দরপুরের ইউনুস ঠাকুরের ছেলে এবং শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শেণির ছাত্র। হৃদয় শোভারামপুরে নানা বাড়িতে থেকে লেখাপড়া করতো।

স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফরিদপুর এক্সপ্রেস অম্বিকাপুর রেলগেট অতিক্রম করছিল। এসময় রেল লাইনের উপর প্রতিবন্ধী বসে ছিল। তাকে বাঁচাতে এগিয়ে যায় হৃদয়। তবে প্রতিবন্ধী ব্যক্তিকে বাঁচাতে সক্ষম হলেও ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক শামীম হোসেন বলেন, রাজবাড়ী-ফরিদপুর ট্রেন লাইনের অম্বিকাপুর নামক স্থানে রজব আলী নামের এক মানসিক প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে হৃদয় নিহত হয়েছে। তবে প্রতিবন্ধী ব্যক্তি বেঁচে গেছেন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/জেডএ)