আট সিনিয়র সহকারী ও সাত সহকারী সচিবের বদলি

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৬, ১৯:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রশাসনে আট সিনিয়র সহকারী সচিব ও সাত সহকারী সচিবকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে বিভাগ ও জেলা পর্যায়ে পদায়ন করতে তাদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা যায়।


সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব মাকসুদুল আলমকে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে এবং সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ লুৎফর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমির আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিমকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দায়িত্ব পালনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিনুল ইসলামকে গোপালগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুজ্জামানকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব দিয়ে।


রাঙামাটি সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়ালিউজ্জামানকে সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব পালনের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব পালনের জন্য একই কার্যালয়ে ন্যস্ত করা হয় মীরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীকে।


ঝিনাইদহ জেলার কালিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোছা. শাহনাজ পারভীনকে সিনিয়র সহকারী কমিশনারের দায়িত্ব পালনের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


অন্যদিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম কামরুন্নাহারকে ময়মনসিংহে সহকারী কমিশনার পদে বদরি করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার চাইথোয়াইলা চৌধুরীকে সহকারী কমিশনার পদে চট্টগ্রামে ন্যস্ত করা হয়েছে।


এ ছাড়া তিন সিনিয়র সহকারী সচিবকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। তাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, সিনিয়র সহকারী সচিব চৌধুরী মো. গোলাম রাব্বিকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং সিরাজদিখানের সহকারী কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীনকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।


নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেনকে একই দায়িত্বে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এএ/মোআ)