প্রকৌশলী রহমান হত্যায় গৃহকর্মীর ফাঁসি

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৬, ১৮:৪৫

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমান হত্যা মামলায় গৃহকর্মী নূর ইসলামের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে রহমানের চাচাতো ভাই লাভলুর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ রায় ঘোষণা করেন।

২০১১ সালের ১১ মে কলাবাগানের লেক সার্কাস এলাকার বাসা থেকে গোলাম রহমানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তার স্ত্রী ও সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি শাহানা রহমান বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। মামলায় বাড়ির গৃহকর্মী নূর ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, দুই মেয়েকে নিয়ে গোলাম রহমানের স্ত্রী ঝিনাইদহে গ্রামের বাড়িতে যান। এই সুযোগে গৃহকর্মী নুর ইসলাম রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে গোলাম রহমানকে তা খেতে দেন।

খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে লাভলু বাড়িতে ঢুকে ৭০ ভরি স্বর্ণের গহণা ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। দেখে ফেললে নূর ইসলাম ও লাভলু তাকে হত্যা করে।

এ ঘটনার শাহানা রহামানের করা মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি নূর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি লাভলু পলাতক রয়েছেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/আরজে/এমআর)