মিয়ানমারে ‘গণহত্যা’র প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৬, ১২:২৪

মিয়ানমারে মুসলিম গণহত্যা, ধর্ষণ, জুলুম ও নির্যাতন বন্ধের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে হাজার হাজার সাধারণ মানুষ আইনজীবী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রভাষক, বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকরাও একাত্মতা প্রকাশ করেন।

সকাল ১০টায় শহরের কোর্ট চত্বর থেকে উত্তর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার এলাকাজুড়ে স্থানীয় উলামা পরিষদ এ কর্মসূচির আয়োজন করেন।

কর্মসূচিতে আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, প্রভাষক, ব্যবসায়ী ও হাজার হাজার সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- শরীয়তপুর ওলামা পরিষদের সভাপতি মুফতি শফিউল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমী, শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শরীয়তপুর প্রেসক্লাবের সহসভাপতি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর সরকারী কলেজে সহকারী অধ্যপক অলিউর রহমান ফরাজী, বাংলাভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান, জজকোর্ট জামে মসজিদের ইমাম আব্দুর রহমান জালালী, পুলিশ লাইন জামে মসজিদের ইমাম হাফেজ কেরামত আলী, সাব্বির আহম্মেদ কাসেমী, মাওলানা কবির হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে থেকে মিয়ানমারে গনহত্যা বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্যোগী ভূমিকা পালন করার অনুরোধ জানানো হয়।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :