দর্শনা চিনিকলে দাম না বাড়ালে আখ সরবরাহ বন্ধের হুশিয়ারি

প্রকাশ | ২৪ নভেম্বর ২০১৬, ১৮:২২

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলে আখের মূল্য বৃদ্ধির দাবিতে সমাবেশ করেছে আখ চাষিরা। বৃহস্পতিবার দুপুরে কেরুজ মিল গেটে এই সমাবেশ হয়।

সমাবেশে আখ চাষিরা আখের বর্তমান মূল্য মণ প্রতি ১১০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করার দাবি জানান।

একই সাথে চাষিদের ঢলতার ১৬ লক্ষ ২৩৫ টাকা ১০০% অবিলম্বে ফেরত দেয়ার  দাবি জানান।

চলতি মাড়াই মৌসুমেই কৃষকদের এই দাবি পূরণ না হলে মিলে আখ সরবরাহ বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছেন কৃষক নেতারা।

দর্শনা কেরু চিনিকলের আখচাষি কল্যাণসংস্থার সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- কেরু চিনিকলের আখচাষি কল্যাণসংস্থার সহ-সভাপতি ওমর আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারী, উপদেষ্টা আকমত আলী,শহিদুল ইসলাম ও হুমায়ন আহমেদ।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/প্রতিনিধি/এলএ)