রাজধানীতে চলছে শেয়ারবাজার মেলা

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৬, ০০:১২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬, ১৪:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী শেয়ারবাজার মেলা। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে এ মেলা।

‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো- ২০১৬’ নামে  দ্বিতীয়বারের মতো আয়োজিত মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। এছাড়া কুপনের র‌্যাফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

পুঁজিবাজারের ব্র্যান্ডিং এবং বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের স্বচ্ছ ধারণা দিতেই মেলার আয়োজন বলে জানিয়েছে আয়োজকরা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি থেকে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মেলার প্রথমদিনেই ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম এবং পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো প্রায় ৪৪টি স্টলে তাদের সেবা-পণ্য প্রদর্শনের আয়োজন শুরু করে। মেলার আয়োজন করে অনলাইন বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক ডটকম।

মেলা উপলক্ষে বিনিয়োগকারীদের ফ্রি বেনিফিশিয়ারি হিসাব (বিও) খোলার অফার দিচ্ছে বিভিন্নর সিকিউরিটিজ কোম্পানি।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/জেআর/জেডএ)