শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, টিকে রইলো এক

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০১৬, ১৮:৪০ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৬, ২০:৫৫

ইফতেখার রায়হান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকার তালতলার রাস্তার দুই পাশের সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ ঝুটের গুদাম উচ্ছেদ হলেও একটি গুদামকে কিছুই করেনি উচ্ছেদকারী দল। শুক্রবার সকাল থেকে এই অভিযান চালানো হয়।

এই একটি গুদাম মালিককে কেন এই সুবিধা দেওয়া হলো সে নিয়ে প্রশ্ন উঠেছে। গুদামটি টঙ্গী থানার পেছনে তালতলা রোডে অবস্থিত। তবে গুদামের মালিক কে, সে বিষয়ে অভিযান শেষেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করে গাজীপুর সিটি করপোরেশন। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্র্রেট কে এম জহুরুল আলম এর নেতৃত্ব দেন। তিনি জানান, টঙ্গী থানার পেছনে তালতলা রোডে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ঝুট ব্যবসায়ী অবৈধ স্থাপনা তৈরি করেছিলেন। এসব গুদাম থেকে স্থানীয় প্রভাবশালীরা নিয়মিত চাঁদা আদায় করতো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই উচ্ছেদের পর যারা আবার নতুন করে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তুলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্য সব স্থাপনা উচ্ছেদ হলেও একটি গুদাম কেন অক্ষত আছে-এ বিষয়ে জানতে চাইলে জহুরুল আলম বলেন, ‘শুনেছি এখানে একটি মাদ্রাসা তৈরি করা হবে। মেয়র (ভারপ্রাপ্ত) সাহেবের সাথে যোগাযোগ করে গুদামটি না ভেঙে অভিযান এখানেই শেষ করেছি।’
এ ব্যপারে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘এটা কোন গুদাম না। ওখানে মাদ্রাসা করা হবে। যদি মাদ্রাসা করা না হয় তাহলে পরে স্থাপনাটি ভেঙে ফেলা হবে।

ঢাকাটাইমস/২ডিসেম্বর/ডব্লিউবি