প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে এবার প্রশ্ন ভূমিকা ছাড়া

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৬, ১৭:১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করা নিয়ে নানা সমালোচনা হতো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় উঠত। বলা হতো সংবাদ সম্মেলনে প্রশ্নের চেয়ে নিজেকে প্রধানমন্ত্রীর সামনে জাহির করতে ব্যস্ত থাকতেন অনেকে। অনেকে আবার প্রশ্ন করার আগে ভূমিকা দিতে গিয়ে সংক্ষিপ্ত ব্ক্তব্য দিয়ে ফেলতেন।

তবে শনিবার হাঙ্গেরি সফর নিয়ে গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একটু ব্যতিক্রম দেখা গেছে। প্রশ্ন করেছেন এমন সাংবাদিকের দুই একজন ছাড়া সবাই অনেকটা ভূমিকা ছাড়া প্রশ্ন করেছেন।

যদিও অন্য সময়ের মতো আজও  সংবাদ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকদের ভূমিকা ছাড়া প্রশ্ন করতে অনুরোধ করা হয়েছিল।

প্রশ্ন করার শুরুতে এমন নির্দেশনার কথা উল্লেখ করেন সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি প্রশ্ন করার সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের অনুরোধ করা হয়েছে ভূমিকা ছাড়া প্রশ্ন করতে। তাই আমি কোনো ভূমিকা ছাড়াই প্রশ্ন করছি। তারপরও একটা বিষয় উল্লেখ করতে চাই হাঙ্গেরি যাওয়ার পথে আপনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ তুর্কমেনিস্তানের আশখাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।এ নিয়ে আমরা উৎকণ্ঠায় ছিলাম।

কিন্তু এরপর একজন সাংবাদিক একসঙ্গে কয়েকটি প্রশ্ন করলে প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলেন,বক্তব্যই তো হয়ে গেল।

এরপর যেসব সাংবাদিক প্রশ্ন করেন তারা প্রায় সবাই ভুমিকা ছাড়া সরাসরি প্রশ্ন করেছেন।তবে দুই একটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব বিষয় নিযে আগেই আলোচনা হয়েছে।

২৭ আগস্ট গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ছিল প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে সিনিয়র সাংবাদিকদের প্রশ্ন করার সময় মন্তব্য নিয়ে ফেসবুকে নানা ধরনের মতামত তথা সমালোচনার জন্ম হয়েছিল।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/টিএ/জেডএ)