বিদ্যুতের অভাবে কম্পিউটার ক্লাস হয় না ৪টি বিদ্যালয়ে

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৬, ২৩:১৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

বিদ্যুৎ সংযোগ না পটুয়াখালীর কলাপাড়ার কয়েকটি বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ক্লাস করতে পারছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অবশেষে তারা সরকারের কাছে বিদ্যুৎ দেয়ার আবেদন জানিয়ে মানববন্ধন করলেন। বুধবার সকালে পাখিমারা বাজারে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন অবিভাবক ও এলাকাবাসীরাও।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক আ. মজিদ খান, মৌলভী আবু তাহের, প্রভাষক সাইদুর রহমান, মাও.আ. রউফ,আনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, দৌলতপুরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকারের সকল আইটি উপকরণ থাকা সত্ত্বেও বিদ্যুতের অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না। পার্শ্ববর্তী গ্রাম বিদ্যুতায়িত হলেও অদৃশ্য কারণে দৌলপুরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবান কম্পিউটার সামগ্রী নস্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য অবিলম্বে বিদ্যুৎ সরবারহের দাবি জানান বক্তারা।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)