ঠাকুরগাঁওয়ে ১০টার আগে মিলছে না সূর্যের দেখা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৬, ১০:৩১

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে। গত কয়েকদিন ধরে এখানে সকাল ১০টার আগে মিলছে না সূর্যের দেখা।

হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ে অন্যান্য জেলার চাইতে  একটু আগে-ভাগে শীতের উপস্থিতি জানান দেয়। শীতের তীব্রতার কারণে নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েছেন। রাত বাড়ার সাথে সাথে এখানে শীতের তীব্রতা বাড়ছে। কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক।

সকাল ১০টার পূর্ব পর্যন্ত সাদা কুয়াশার চাদরে রাস্তাঘাট ঢাকা থাকছে  রাস্তাঘাট। ওইসময় বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। প্রচণ্ড শীত উপেক্ষা করে কৃষিশ্রমিকরা কাজে যাচ্ছেন মাঠে-ঘাটে।

ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন। একই কারণে দুর্ভোগে পড়েছেন দিনমুজুর শ্রেণির মানুষজন।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশু ও বৃদ্ধদের মাঝে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। এদিকে দু-একটি সংগঠন দরিদ্র ও অসহায় ছিন্নমূল লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেও তা সংখ্যায় অত্যন্ত কম। সরকারিভাবে যেসব কম্বল বিতরণ করা হয় তা চাহিদার তুলনায় সামান্য। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার কম্বলের চাহিদা জানিয়ে মন্ত্রণালয়ে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ জানান, শীতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে। তাই তিনি শিশুদের ঠাণ্ডা থেকে দূরে রাখার পাশাপাশি গরম কাপড় দিয়ে মুড়ে রাখার পরামর্শ দেন।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)