বিজয় দিবসে আসছে ‘আমি তোমার হতে চাই’

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৬, ১২:২২

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

অনন্য মামুনের নতুন সিনেমা ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটি আগামী বিজয় দিবস (১৬ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে। আলোচিত এ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম।

নির্মাতা অনন্য মামুন ঢাকাটাইমসকে বলেন, ‘সব সময় চেষ্টা করি দর্শকদের নতুন কিছু উপহার দিতে। এবারও ব্যকিক্রম ঘটেনি। আমার সব ছবিই দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি এবারও ব্যতিক্রম হবে না। বিজয় দিবসে ছবিটি মুক্তি দেবো এটাও ভালো লাগার একটি দিন।’

ছবির কাহিনী নিয়ে তিনি বলেন, ‘একজন গ্যাংস্টার থেকে নায়ক হয়ে কিভাবে জনপ্রিয়তা পায় তা তুলে ধরেছি। এই থিমটি ঘিরেই আবর্তিত হয় সিনেমার গল্প।’

সিনেমায় বাপ্পী ও মিম ছাড়াও আরও অভিনয় করছেন দিপালী আক্তার তানিয়া, জন, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ। সিনেমার সংলাপ লিখেছেন সোমেশ্বর অলি। সিনেমার চিত্রনাট্যর লিখেছেন নির্মাতা নিজেই।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এসজেআর/জেবি)