অনভিজ্ঞদের চাকরি দেবে আইএফআইসি ব্যাংক

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৬, ২০:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান আইএফআইসি অনভিজ্ঞদের চাকরি দেবে।  ব্যাংকটির আইটি বিভাগ এবং ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ অফিসার পদে জনবল নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।

পদটিতে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা সমমানের ফলাফল থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। আইটি ডিভিশনের প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা আইটি সম্পর্কিত বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। ‘ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স’ বিভাগের জন্য ব্যাচেলর অব ল অথবা এলএলবি সম্মান ডিগ্রি থাকতে হবে।

নিয়োগ প্রাপ্তদের প্রথম এক বছরের প্রবেশন বা শিক্ষানবিশ কালীন বেতন দেয়া হবে প্রতিমাসে ৪৫ হাজার ১২০ টাকা। এক বছর শেষে নিয়োগপ্রাপ্তরা সিনিয়র অফিসার পদে পদোন্নতি পাবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইট ‘career.ificbankbd.com’ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৩ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/জেবি)