অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প

আজ যাচ্ছেন সাকিব, কাল রুবেল-মারুফ

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৬, ০৯:৪০ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বিপিএল শেষে দু’দিনের বিশ্রাম কাটিয়েছেন সাকিব আল হাসান। যে কারণে শনিবার মাশরাফিদের সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়া হয়নি তাঁর। তবে আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্য ঢাকা ছাড়বেন সাকিব।

এদিকে ভিসার কাগজ-পত্র ঠিক না হওয়ায় কারণে সবার শেষে যেতে হচ্ছে পেসার রুবেল হোসেন এবং মেহেদী মারুফকে। সোমবার অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা দু’জন।

ডিসেম্বরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ছাড়াও দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান।

তার আগে সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্সের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে যাবে সাকিবরা।

প্রস্তুতি ম্যাচের আগেই ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ওয়ানডে শেষে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত স্কোয়াড। আর দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ঘোষণা করা হবে টেস্ট সিরিজের চূড়ান্ত স্কোয়াড।

২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, তানভীর হায়দার, এবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শুভাগত হোম, সৌম্য সরকার, ইমরুল কায়েস।

স্ট্যান্ড বাই:

নাসির হোসেন, আল-আমিন হোসেন, শাহরিয়ার নাফিস, মোশাররফ হোসেন রুবেল, আলাউদ্দীন বাবু, লিটন কুমার দাস, আব্দুল মজিদ।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেইউএম)