ঢাকা ক্লাবসহ ১৩ ক্লাবে জুয়া খেলায় নিষেধাজ্ঞা স্থগিত

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৬, ১১:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে জুয়া খেলা বন্ধে হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

ঢাকা ক্লাব কর্তৃপক্ষকে করা লিভ টু আপিল শুনানি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

আদালতে ক্লাব কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মেহেদী হাসান। রিটকারীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন আইনজীবী রেদোয়ান আহমেদ।

গত ৪ ডিসেম্বর ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করে ঢাকা ক্লাব। ওই আবেদনের শুনানি নিয়ে গত বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের ওই আদেশ এক দিনের জন্য স্থগিত করেন। একইসঙ্গে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। গত বৃহস্পতিবার চেম্বার আদালতের আদেশ রবিবার পর্যন্ত স্থগিত করে ঢাকা ক্লাবকে লিভ টু আপিল করার নির্দেশ দেয়। আজ ওই বিষয়ে শুনানির পর আদেশ দেয় আপিল বিভাগ।

ক্লাবগুলো হলো- ঢাকা ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমণ্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব গুলশান, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র্স ক্লাব, নারায়ণঞ্জ ক্লাব ও খুলনা ক্লাব।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ ১৩ ক্লাবে জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা দেন। একইসঙ্গে আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন। জুয়া জাতীয় অবৈধ ইনডোর গেম যেমন কার্ড, ডাইস ও হাউজি খেলা অথবা এমন কোনো খেলা যাতে টাকা বা অন্য কোনো বিনিময় হয়ে থাকে তা বন্ধের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এমএবি/জেবি)