‘অচিরেই ফরিদপুরের খাল-ড্রেন দখলমুক্ত করা হবে’

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৬, ১৪:২৮

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

‘বিজয় দিবসের পরেই শহরের ড্রেন ও খাল অবৈধ দখলমুক্ত করার কাজ শুরু হবে’ বলে সাফ জানিয়ে দিয়েছেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

রবিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, মাদক এবং ইভটিজিং বিষয়ে কোন ছাড় নেই। এক্ষেত্রে অপরাধীদের সরাসরি জেল দেয়া হবে। কোন জরিমানার সুযোগ নেই।

সভায় পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, নারী নির্যাতনকারী এবং মাদকসেবী ও বিক্রেতাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।

জেলা পুলিশ প্রশাসন এ বিষয়ে আন্তরিক রয়েছে। তবে এ কাজ বাস্তবায়নে সমাজের সকল মানুষের সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন পুলিশ সুপার।

সভায় জেলার কোথাও কোন অনিয়মের তথ্য পেলে সরাসরি প্রশাসনকে জানানোর জন্য আহবান জানানো হয়।

সভায় আরো বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আরা পলি, চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌরসভার প্রধান প্রকৌশলী কাওসার আলী, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)