শীতে কাঁপছে নীলফামারীবাসী

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৬, ২২:১৭

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারীতে শীতের তীব্রতা বেড়েই চলেছে। গত চার দিন ধরে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারী জেলা। সেই সঙ্গে বয়ে চলা হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে এখানকার জনজীবন। খেটে খাওয়া ও নিম্ম আয়ের মানুষজন আছেন বেকায়দায়।


কনকনে ঠা-া আর হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছেন তারা। ঠা-ার কারণে কাজে যেতে পারছেন না অনেকে। দুপুর ১২ টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনের বেলায় যানবাহন গুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।


রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। সন্ধ্যার পরপরেই ফাঁকা হয়ে যায় রাস্তা-ঘাট।
এদিকে শীত বস্ত্রের অভাবে শীতার্ত মানুষজন খড়কুটে জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। কনকনে শীতের কষ্টে ভুগছেন বয়স্ক ও শিশুরা। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল গুলোতে শীতজনিত রোগীদের ভিড় বাড়ছে।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)