জাবিতে রবিবার থেকে আবৃত্তি উৎসব শুরু

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৬, ২১:৩৭

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

‘মৌনতা ভেঙে হও শামিল আজ মুক্তির মিছিলে’ স্লোগানে আগামী কাল রবিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আবৃত্তি উৎসব-২০১৬। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উপলক্ষে  বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’ এ উৎসবের আয়োজন করেছে। শনিবার সন্ধ্যায় ধ্বনির সভাপতি মহিরুল ইসলাম মিহির এ তথ্য জানান।

অনুষ্ঠানের প্রথম দিন কাল রবিবার বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। উৎসবে ধ্বনির আবৃত্তি প্রযোজনায় থাকছে ‘পরানের গহীন ভিতর’।

দ্বিতীয় দিন ১৯ ডিসেম্বর থাকছে ‘এ জন্মে যা যায় না বলা’। তৃতীয় দিন ২০ ডিসেম্বর ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে আবৃত্তি প্রযোজনায় থাকছে ‘পুরুষের পৃথিবীতে এক মেয়ে’। চতুর্থ দিন ২১ ডিসেম্বর ঢাকার কথা আবৃত্তিচর্চা কেন্দ্রের পরিবেশনায় থাকছে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।

এবারে উৎসবে গুণীজন সম্মাননা প্রদান করা হবে প্রখ্যাতকবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী ও দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মীর বরকতকে।

প্রতিদিন সন্ধ্যায় ৬টায় বিশ্ববিদ্যালয় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠান পরিবেশিত হবে।

(ঢাকাটাইমস/১৭ ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)